kalerkantho


শাকিব-বুবলীর 'শুটার' পাইরেসির অভিযোগে আটক ১

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪৭শাকিব-বুবলীর 'শুটার' পাইরেসির অভিযোগে আটক ১

ঈদে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী অভিনীত আলোচিত ছবি 'শুটার'। এরই মধ্যে ছবিটির পাইরেসি করার চেষ্টা চলছে। গতকাল ঢাকা রাজমণি সিনেমা হল থেকে পাইরেসির চেষ্টাকালে হাতেনাতে আটক হয়েছেন এক যুবক।

হুমায়ূন কবির নামের এই যুবকটি রাত ৯টার শোতে মোবাইল ফোনে ছবি ভিডিও করছিলেন। হাতেনাতে তাকে ধরে ফেলে হল কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে র‌্যাব ৩ এর একটি দল এসে সেই যুবককে নিয়ে যায়।

র‌্যাবের এই ত্বরিত পদক্ষেপে হল মালিক এবং প্রযোজক সন্তোষ প্রকাশ করেছেন। সারা দেশে বেশ আলোচিত হয়েছে শাকিব খান এব নবাগত বুবলী অভিনীত 'শুটার' ছবিটি।


মন্তব্য