kalerkantho


বাসাতেই ঈদ করলেন লাকী আখন্দ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০৫বাসাতেই ঈদ করলেন লাকী আখন্দ

দীর্ঘদিন হাসপাতালে কাটানোর পর বাসায় ফিরেছেন কিংবদন্তি সংগীতশিল্পী-সুরস্রষ্টা লাকী আখন্দ। তাই পবিত্র ঈদুল আজহা পরিবারের সবার সঙ্গে নিজের বাসাতেই কাটালেন তিনি।

লাকী আখন্দের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে আসা হয়। তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। স্বাভাবিক খাবার খাচ্ছেন তিনি। ঈদের দিন আত্মীয়-স্বজনসহ অনেক শুভাকাঙ্ক্ষী বাসায় আসেন লাকী আখন্দের সঙ্গে দেখা করতে। এর ফলে বেশ সুন্দর কেটেছে তার দিনটি।

এই গুণী শিল্পীর চিকিৎসার জন্য ইতিমধ্যেই তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী, শিল্পীসমাজ তহবিল সংগ্রহ করেছেন। সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার। সবারই একটাই কামনা, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত এই কিংবদন্তি শিল্পী আরও অনেক বছর বেঁচে থাকুন আমাদের মাঝে।


মন্তব্য