kalerkantho


লুলিয়ার জন্য নিজের বাড়ি ছাড়ছেন সালমান?

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৩লুলিয়ার জন্য নিজের বাড়ি ছাড়ছেন সালমান?

বয়স ৫০ হয়ে গেছে। এখনও পর্যন্ত তিনি বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর। লুলিয়ার সঙ্গে তার প্রেম-বিয়ের খবর ছড়িয়ে পড়লেও এ নিয়ে পরিস্কার কিছু বলছেন না ভাইজান কিংবা তার পরিবার। এবার জানা গেল, সালমান খান নাকি নিজের গ্যালাক্সি এপার্টমেন্ট ত্যাগ করছেন? অন্তত একটা ছবি তো এই বিষয়ে জোরালো প্রমাণ দিচ্ছে। ভাইজান সম্প্রতি তার বাবার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়েছেন। পাশে ছিলেন ভাইজানের বাবা এবং ভাই আরবাজ।

সালমান খান ইতোমধ্যেই একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। সেটা যে লুলিয়াকে নিয়েই থাকার জন্য এতে কোন সন্দেহ নেই বলে মনে করছে সর্বক্ষণ সালমানের পেছনে লেগে থাকা মিডিয়া। সেই অ্যাপার্টমেন্ট সাজানোর কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিজ ম্যাগাজিন স্টারডাস্ট। তবে কী বিয়ের প্রস্তুতি নিতেই নিজের বাড়ি ছাড়ছেন বলিউডের সুলতান?

শাহরুখ, আমিরের মতই বিপুল সম্পদের মালিক সালমান ও তার পরিবার। এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাদের অনেক স্মৃতি। তাই সালমান ছেড়ে গেলেও অ্যাপার্টমেন্টটি কখনও বিক্রি করা হবে না বলেই জানিয়েছেন সালমানের ঘনিষ্ঠজনেরা।


মন্তব্য