kalerkantho


দীপিকার ভাঙা গলা নিয়ে শাহরুখের মজা

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪১দীপিকার ভাঙা গলা নিয়ে শাহরুখের মজা

বলিউড পাড়ায় বর্তমানে সম্ভবত সবচেয়ে সুন্দরী নারী দীপিকা পাড়ুকোন। মডেলিং, খেলাধুলা, অভিনয়-তিনটি ক্ষেত্রেই এই অভিনেত্রী দক্ষতার স্বাক্ষর রেখেছেন। যে কারণে লাখ লাখ ভক্তের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন তিনি। ও হ্যাঁ, তার পার্সোনালিটিরও সুনাম আছে বলিউডে। 

সম্প্রতি এ অভিনেত্রী তার নমনীয় ব্যক্তিত্বের আরো এক অনন্য নজির স্থাপন করে মুগ্ধ করেছেন সকলকে। কারণ এটাকে রীতিমতো আত্মঘাতী সিদ্ধান্ত বলা যায়। শীর্ষ পর্যায়ের তারকারা সাধারণত নিজেদের ভাবমূর্তি হাসাহাসির পর্যায়ে যাক- এমন কল্পনাও করতে পারেন না। কিন্তু এক্ষেত্রে দীপিকা অনন্য।

ভাঙা গলা নিয়ে বড় ধরনের সংবাদ সম্মেলনে অভিনেত্রীর হাজির হওয়াটা কি ভাবা যায়? দীপিকা কিন্তু তাই করেছেন। সম্প্রতি তিনি একটি সংবাদ সম্মেলনে ভাঙা গলা নিয়েই উপস্থিত হয়েছেন। 

শাহরুখ, অভিষেক বচ্চন এবং গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের সঙ্গে ওই সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি এবং ওই অবস্থাতেও বক্তব্য রেখেছেন! পাশাপাশি সুন্দরভাবে বিষয়টি সামাল দিয়েছেন। তবে দীপিকার ভাঙা গলা নিয়ে মজা করতে ছাড়েননি শাহরুখ।

ভিডিও লিঙ্ক- https://youtu.be/4g8tm14pJc8


মন্তব্য