kalerkantho


কেন শহিদ কাপুর এখনো তার মেয়ের নাম রাখেননি?

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪১কেন শহিদ কাপুর এখনো তার মেয়ের নাম রাখেননি?

শহিদ-মীরার প্রথম সন্তানের জন্ম হয়েছে বেশ কিছুদিন হলো। কিন্তু এখনও পর্যন্ত সেই নতুন অতিথির নামকরণ করা হয়নি। মিডিয়া আঠার মত লেগে আছে তার পেছনে। অনেকেই বলছেন আসন্ন ছবি ‘রঙ্গুন’ এর জন্য ব্যস্ত হয়ে পড়াতেই এ দেরি। সত্যিই কি তাই?

ঘটনা তদন্তে জানা গেলে ভিন্ন তথ্য। শহিদ কাপুরের পরিবারের একজন ধর্মীয় গুরু আছেন। তিনি অমৃতসরের রাধা স্বামী সৎসঙ্গ আশ্রমের প্রধান বাবা গুরিন্দর সিং। কন্যার নাম রাখতে শহিদ দম্পতি এবং উভয় পরিবার এখন গুরুজীর মতামতের অপেক্ষায় আছেন।

জানা গেছে, শহিদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর নাতনীর জন্য নাম ঠিক করতে দ্রুতই অমৃতসর বাবা গুরিন্দর সিংহের কাছে যাবেন। সেখানে নাতনীর জন্য গুরুর আশীর্বাদসহ নাম নিয়ে বাড়ি ফিরবেন। তখনই জানা যাবে শহিদ-মীরা দম্পতির রাজকন্যার নাম।


মন্তব্য