kalerkantho


সামাজিক সাইটগুলো দর্শকের মনোযোগে ঘাটতি সৃষ্টি করেছে : মহেশ ভাট

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৯সামাজিক সাইটগুলো দর্শকের মনোযোগে ঘাটতি সৃষ্টি করেছে : মহেশ ভাট

চলচ্চিত্রকার মহেশ ভাট টেলিভিশন শো'র সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে। তিনি বুঝতে পারেন ডিজিটাল স্পেস হিসেবে টেলিভিশনের দর্শকদের দেখার ধরনে পরিবর্তন এসেছে।

মহেশ ভাট বলেন, "আমি মনে করি, ডিজিটাল সময়ে নতুন সামাজিক সাইটগুলো ভোক্তাদের মনোযোগের ক্ষেত্রে কিছু ঘাটতি সৃষ্টি করেছে। ফলে দর্শক যথেষ্ট অধৈর্য হয়ে উঠেছে এবং এ ক্ষেত্রে আপনি যদি দর্শকদের মনস্তাত্ত্বিক বিষয়টি বিবেচনায় না নেন, তবে দর্শকও আপনাকে সুযোগ দিতে রাজি নয়।" সম্প্রতি টেলিভিশন শো'র জন্য লেখা একটি স্ক্রিপ্টে এসব কথা বলেন তিনি। ওই স্ক্রিপ্টে ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর চলচ্চিত্র 'জখম' থেকে শিক্ষা নিতে বলেন তিনি।


মন্তব্য