kalerkantho


প্রিয়াঙ্কার নিউ ইয়র্কের নতুন বাড়িতে উঁকি

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৬প্রিয়াঙ্কার নিউ ইয়র্কের নতুন বাড়িতে উঁকি

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার দেহ-মন-প্রাণ পড়ে রয়েছে এখন নিউ ইয়র্ক সিটিতে। কারণ সেখানেই তার 'হোম সুইট হোম'টি দারুণ জাঁকজমকপূর্ণ।

এই মুহূর্তে তার ব্যাপক জনপ্রিয় টিভি সিরিজ 'কোয়ান্টিকো'র দ্বিতীয় মৌসুমের শুটিং চলছে। এ কারণে সেখানে একটি বাসা খুঁজে নিয়েছেন সেনসেশন। তার নতুন বাড়িটি কিন্তু খুবই সুন্দর।

প্রিয়াঙ্কার নতুন বাড়ির চেহারা দেখানোর জন্য ধন্যবাদ পেতে পারেন সিনেমা সমালোচক অনুপমা চোপড়া। সেই বাড়িতে তিনি ঢুঁ মেরেছেন।

অবশ্য অনুপমা তার নতুন অনুষ্ঠান 'বেনেথ দ্য সারফেস' এর শুটিংয়ের কাজটি সেরেছেন প্রিয়াঙ্কার বাড়িতে। দুজনের সময়ও কেটেছে দারুণ। তারকার রান্নাঘরের ছবিটি দেখা গেছে। এতেই অবশ্য বোঝা যায় বাড়ির বাকি অংশ কতটা দৃষ্টিনন্দন হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

 


মন্তব্য