kalerkantho

শুক্রবার । ২ ডিসেম্বর ২০১৬। ১৮ অগ্রহায়ণ ১৪২৩। ১ রবিউল আউয়াল ১৪৩৮।


আসছে যৌনতায় ভরপুর ‘ফিফটি শেডস ডার্কার’ (ট্রেইলারসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:২৩আসছে যৌনতায় ভরপুর ‘ফিফটি শেডস ডার্কার’ (ট্রেইলারসহ)

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে উন্মাতাল যৌনতায় ভরপুর ছবি ‘ফিফটি শেডস ডার্কার’। সিরিজের আগের ছবি ‘ফিফটি শেডস অফ গ্রে' নিয়ে বহু আলোচনা-বিতর্ক হয়েছে।

এবার সিরিজের দ্বিতীয় উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা নিয়ে আলোচনা হবে না-এটা সম্ভব নয়।

জানা গেছে আগামী বছর ভালবাসা দিবসে রিলিজ হতে যাচ্ছে সিনেমাটি। এর আগে বিতর্কিত ও বহুল আলোচিত 'ফিফটি শেডস অফ গ্রে' ছবিটি ভারতে ব্যান করে দেওয়া হয়েছিল। এবারও যে ছবিটি ভারতসহ অনেক দেশেই ব্যান হবে তা বলাই বাহুল্য। তবে থেমে থাকবে কী ছবিটির অগ্রযাত্রা? মোটেই না।  এবারের এই নতুন সংস্করণেও থাকছেন জেমি ডরম্যান ও ডাকোটা জনশন। যৌনতা ও টুইস্টে ভরপুর ছবিটি পরিচালনা করেছেন স্যাম টেলর জনসন।

দেখুন ছবিটির ট্রেইলার :


মন্তব্য