kalerkantho


আবারও 'সরকার' চরিত্রে অমিতাভ বচ্চন

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫১আবারও 'সরকার' চরিত্রে অমিতাভ বচ্চন

সুপারহিট ‘সরকার’ ও ‘সরকার রাজ’-এর পর ফের হল কাঁপাতে আসছে ‘সরকার ৩’৷ প্রায় আট বছর পর আবারও জুটি বেঁধেছেন বলিউডের সুপারহিট অভিনেতা-পরিচালক জুটি অমিতাভ বচ্চন ও রামগোপাল ভার্মা৷ সব ঠিকঠাক থাকলে আগামী বছরই মুক্তি পেতে চলেছে সরকার-এর তিন নম্বর সিক্যুয়াল।

‘সরকার থ্রি’-তে বিগ বি ধরা দেবেন রাগী মানুষ হিসেবে৷ রামগোপাল ভার্মা বলেছেন, প্রথম দু’টি ছবির চেয়ে এবারের অমিতাভ হবেন আরও বেশি রাগী৷ আর এটাই ছবির ইউএসপি৷ শোনা যাচ্ছিল, গোটা বচ্চন পরিবারকেই নাকি দেখা যাবে এই ছবিতে৷ কিন্তু রাম গোপাল ভার্মা সাফ জানিয়ে দিয়েছেন, অভিষেক বা ঐশ্বর্য রাই বচ্চন কেউই ছবিতে থাকছেন না৷

রামু বলেছেন, খুব তাড়াতাড়ি বাকি অভিনেতাদের নাম টুইট করে জানাবেন তিনি৷ গত ২৬ তারিখ ছবির ফার্স্ট লুক মুক্তি পাওয়ার কথা থাকলেও তার দিন পিছিয়ে দেওয়া হয়েছে৷ বলাই বাহুল্য, বিগ বি-কে ফের একবার সুভাষ নাগরের চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার ভক্তরা৷


মন্তব্য