kalerkantho


সব্যসাচীর ডিজাইনে দীপিকা ও ভিন ডিজেল

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৫৫সব্যসাচীর ডিজাইনে দীপিকা ও ভিন ডিজেল

বলিউড ডিভা দীপিকা পাডুকোন এর আগেও সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরিধান করেছেন। এটা তাই নতুন কিছু নয়। নতুন হলো সব্যসাচীর পোশাকে সাজলেন দীপিকার সহ-অভিনেতা হলিউড স্টার ভিন ডিজেল।

কালো পোশাকে দীপিকা এবং রেড শেরওয়ানিতে হাজির হয়েছেন ডিজেল। একসঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দীপিকা। ‘xXx: Return of Xander Cage’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দীপিকা-ডিজেল। এই ছবির হাত ধরেই দীপিকার হলিউডে প্রবেশ।


মন্তব্য