kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


‘ডর’ নতুন করে নির্মাণ সম্ভব নয় : জুহি

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ২০:২৬‘ডর’ নতুন করে নির্মাণ সম্ভব নয় : জুহি

৯০দশকের জনপ্রিয় ছবি ‘ডর’ ওয়েব সিরিজে মুক্তি পাওয়ার অপেক্ষায়। এই মুহূর্তে ছবিটির পুননির্মাণ নিয়ে জুহি চাওলা।

তিনি বললেন, এই ছবির নতুন করে নির্মাণ সম্ভব নয়।

পরিচালক যশ চোপড়ার পরিচালনায় রাহুল(শাহরুখ), কিরণ(জুহি), সুনীল(সানি দেওল) -এর এই সাইকোলজিক্যাল থ্রিলার আবার তৈরি করা যাবে না। এটা সম্ভবত আসলটির আদলে তৈরি অন্য ছবি। এরসঙ্গে মূল ‘ডর’ ছবিটির হুবহু মিল নেই। এমনটাই বলেন জুহি। আরও বলেন, এমন কিছু কিছু ছবি রয়েছে, যেগুলো নতুন করে তৈরি করা যায় না। ‘ডর’-ও তেমনই এক ছবি।

প্রসঙ্গত, পরিচালক বিকাশ চন্দ্রর পরিচালনায় ‘ডর’-এর নবনির্মিত পাঁচটি সিরিজ ওয়েবে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। ‘ডর’ অনুরাগীরাও প্রতীক্ষায় কী চমক অপেক্ষা করছে তাঁদের জন্য।


মন্তব্য