kalerkantho


সিনেমায় আসলেন শ্রাবন্তীর বোন স্মিতা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫৪সিনেমায় আসলেন শ্রাবন্তীর বোন স্মিতা

এই মুহূর্তে টালিউডের ডিভা বলা হয় শ্রাবন্তীকে। সুপারস্টার এই নায়িকার বড় বোনও কিন্তু অভিনয় করেন। এতদিন ছিলেন অন্তরালে। এবার তিনিও পা রাখছেন বাংলা ছবির জগতে। পার্পল মোশন পিকচার্স ও লামা জি ফিল্মসের ‘ঝুট বোলে কাউয়া কাটে’ ছবি দিয়ে বড়পর্দায় তার অভিষেক হতে যাচ্ছে।

ময়ূখ চট্টোপাধ্যায়ের গল্প ও অমিতাভ ভট্টাচার্যের চিত্রনাট্যে পরিচালক সুমিত দাসের এই ছবিতে স্মিতার বিপরীতে অভিনয় করেছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরও অন্যান্য চরিত্রে রয়েছেন রেশমি, শামিক, অমিতাভ, পার্থসারথি ও মোনালিসা।

জীবনের প্রথম ছবি নিয়ে খুবই উৎসাহী স্মিতা। তিনিও শ্রাবন্তীর মতোই সুন্দরী, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু অভিনয় কেমন করবেন, সেটা এখন থেকেই বলা সম্ভব নয়। তবে কম বাজেটের বাংলা ছবি দিয়ে ডেবিউ করার কিছু সমস্যা রয়েছে। এই ধরনের ছবি দিয়ে যারা শুরু করেন, তাঁরা সচরাচর সেই ‘কম বাজেট’ তকমাতেই আটকে থাকেন। আশা করা যায়, স্মিতার ক্ষেত্রে এমনটা ঘটবে না। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।


মন্তব্য