kalerkantho


কঙ্গনার ‘রঙ্গুন’ নাকি সিনেম্যাটিক অর্গ্যাজম!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০৮কঙ্গনার ‘রঙ্গুন’ নাকি সিনেম্যাটিক অর্গ্যাজম!

নিজের ছবি নিয়ে এমন তীর্যক মন্তব্য কেউ কোনোদিন করেছে কিনা সন্দেহ আছে। কঙ্কনা তা করে দেখালেন। এজন্যই হয়ত তিনি আলাদা। কঙ্গনার আপকামিং ছবি ‘রঙ্গুন’ নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক আলোচনা হলেও পরিচালক বিশাল ভরদ্বাজ এখনও পর্যন্ত সযত্নে গোপন রেখেছেন তার এই বহু প্রতীক্ষিত ছবির চিত্রনাট্যকে। কঙ্গনার এই মন্তব্যের জেরে এখন বলিউডে ব্যপক আলোচনা শুরু হয়েছে।

কঙ্গনার বলেছেন, ‘‘রঙ্গুনকে কী ভাবে ব্যখ্যা করব জানি না। সম্ভবত যারা সিনেমা ভালবাসেন তাদের কাছে এটা সিনেম্যাটিক অর্গ্যাজম। আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে।’’

ত্রিভূজ প্রেমের এই গল্পে কঙ্গনার সঙ্গে থাকছেন সাইফ আলি খান এবং শাহিদ কপূর। কিন্তু কেন ছবিটিকে ‘সিনেম্যাটিক অর্গ্যাজম’ বললেন নায়িকা? এ কথা জানতে চাওয়া হলে তার সটান উত্তর সেটা জানতে গেলে ছবিটা দেখতে হবে।


মন্তব্য