kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


'আমার ছবিতে এডাল্ট সিন নাই, আছে সুন্দর একটা গল্প'

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫৯'আমার ছবিতে এডাল্ট সিন নাই, আছে সুন্দর একটা গল্প'

দেশব্যাপী ঈদের দিন মুক্তি পাচ্ছে শাকিব খান-বুবলি অভিনীত বসগিরি সিনেমা। বসগিরি প্রসঙ্গে তরুণ পরিচালক শামীম আহমেদ রনী বলেছেন, আমার ছবিতে এডাল্ট সিন নাই, আছে সুন্দর একটা গল্প। আমার ছবিটা আপনার মা, বাবা, বোন, বন্ধুকে নিয়ে দেখতে পারবেন।

আজ রনী তার ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন।  

বসগিরিতে কি কি নাই সেটা জানিয়ে রনী বলেন, 
# এডাল্ট সিন নাই।  
# হুদাই আইটেম সং নাই।  
# একটু পর পর ঠুস ঠুস নাই।  
# বৃষ্টি ভেজা হুদাই লিপ কিসের ছড়াছড়ি নাই।

এরপর তিনি তার ছবিতে কি কি আছে সেটা জানিয়ে লেখেন,
# সুন্দর একটা গল্প।
# সেই গল্পের সুন্দর কিছু ফ্রেম।
# গল্পের সাথে মিলিয়ে সুন্দর কিছু গান।  
# আছে ১০০% এন্টারটেইনমেন্ট।

রনী বলেন, আমরা ছবিটা শুধু আপনার একা দেখার জন্য বানাইনি। বানিয়েছি যাতে সিনেমা হলে আপনি আপনার মা কে নিয়ে এসে দেখতে পারেন... বাবাকে নিয়ে আসতে পারেন... বোনকে নিয়ে এসে দেখতে পারেন... বন্ধুকে নিয়ে আসতে পারেন... আসতে পারেন আপনার ভালোবাসার মানুষটিকে নিয়েও।

সব শেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "বসগিরি" আমার ছবি... আমাদের ছবি... আপনাদের ছবি।  


মন্তব্য