kalerkantho


সোনুর ভূতের সিনেমায় কিং কণ্ঠ

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০২সোনুর ভূতের সিনেমায় কিং কণ্ঠ

সোনু সুদ প্রযোজিত প্রথম ছবিতে শাহরুখ খানের শুভেচ্ছা। প্রভুদেবা, তমন্না ও সোনু সুদ অভিনীত 'তুতাক তুতাক তুতিয়া' ছবির ট্রেলার শুরুই হল কিং খানের কণ্ঠ দিয়ে। বিশেষ চরিত্রে থাকছেন ফারহা খান।

প্রসঙ্গত, ফারহা খানের 'হ্যাপি নিউ ইয়ার' সিনেমায় শাহরুখ ও সোনু সুদ এক সঙ্গে কাজ করেছেন। দুজনের মধ্যে সম্পর্কও বেশ ভালো। শোনা যাচ্ছে ভৌতিক ও কমেডি ঘরানার এই ছবির ট্রেলারে শাহরুখ নিজেই কণ্ঠ দিতে আগ্রহ প্রকাশ করেন।

প্রভুদেবার উপস্থিতি মানে নিত্য নতুন ডান্সিং স্টাইল তো থাকবেই। ছবির পরিচলানায় বিজয়। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে ৭ অক্টোবর।


মন্তব্য