যাকে বিয়ে করবেন তার সঙ্গে বিয়ের আগে প্রেম করে নিতে পারলে মন্দ হয় না। তবে এই প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় করা উচিত আর কিছু করা উচিত নয় বলেই মনে করেন বলিউড তারকা অদিতি রাও হায়দারি। এই তারকা পুরুষদের এ-সংক্রান্ত কিছু ধারণা দিয়েছেন।
১. যদি মনে করেন যে আপনি যেমন দেখতে তা দেখেই মেয়েটি আপনার প্রেমে পড়েছে, তবে আরেকবার ভেবে দেখুন। সুদর্শন পুরুষ হওয়াটাই মেয়েদের একমাত্র চাহিদা নয়। পুরুষ কিভাবে আন্তযোগাযোগ গড়ে তুলছে তা গুরুত্বপূর্ণ বিষয়। যে নারীকে ভালো লাগে তার জানান দিতে অস্বস্তি করলে চলবে না। এ ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বের দিকে দৃষ্টি দিন। শিল্প বা বই বা সিনেমার বিষয়ে বিশেষ জ্ঞান রাখুন।
২. মেয়েরা কোনো বিষয়ে কথা বলার সময় চুপ থেকে তা মন দিয়ে শুনুন। কেবল চুপ থাকলেই চলবে না। সে কি বলছে তা আসলেও শুনতে হবে।
৩. কোনো নারীই এমন কোনো পুরুষের সঙ্গে বাইরে যেতে চায় না যে খালি ঘ্যান ঘ্যান করে আর দুঃখের কথা বলে।
৪. সব নারীই বলবে যে, তাদের খুশি করার পদ্ধতি সব পুরুষের জানা উচিত। এ সম্পর্কে জানার জন্য প্রয়োজনে কারো পরামর্শ নেওয়া উচিত।
৫. অনেক সময়ই মেয়েদের বান্ধবীদের নিয়ে সময় কাটাতে ভালো লাগে। ঠিক ছেলেরা যেমন ছেলে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। সব সময় ছেলের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে না তাদের।
৬. ছেলেদের হাতের দিকে দৃষ্টি দেয় মেয়েরা। হাতে বড় বড় নখ থাকলে মোটেও ভালো লাগে না মেয়েদের।
৭. দিকভ্রান্ত হয়ে গেলে সব ছেলের উচিত দিকের সন্ধান করা।
৮. সঙ্গিনীর মতামত এবং উপস্থিতি ছেলেটার কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত।
৯. মেয়েদের আরাম করতে বলে কোনো লাভ নেই। এতে হিতে বিপরীত হয়।
সূত্র : ম্যানসওয়ার্ল্ড ইন্ডিয়া
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের