kalerkantho


বেশ নার্ভাস ছিলাম : সানি লিওন

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১২বেশ নার্ভাস ছিলাম : সানি লিওন

বলিউডে একমাত্র সানি লিওনই এই কাজটা করে দেখিয়েছেন। সে কারণে ইন্ডাস্ট্রির সকলের কাছেই বাহবা পাচ্ছেন নায়িকা। প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের মঞ্চে হেঁটেছেন সানি। যদিও জানিয়েছেন এই কাজে তিনি বেশ নার্ভাস ছিলেন। বৃহস্পতিবার ডিজাইনার অর্চনা কোছরের পোশাকে র‌্যাম্প মাতালেন সানি। সঙ্গে ছিলেন অ্যাসিড আক্রান্ত রেশমা কুরেশি। সানির পাশাপাশি ফ্যাশনের মঞ্চে তামাম দর্শক দেখলেন এসিডে মুখ পুড়লেও তা রেশমার কনফিডেন্সকে দমাতে পারেনি।

সানির কথায়, অর্চনা আমার খুব প্রিয় ডিজাইনার। ওর পোশাক পরে হাঁটতে পেরে আমি গর্বিত। আর এই প্রেস্টিজিয়াস শো-তে আমি প্রথম বলেও আলাদা গর্ব হচ্ছে। তবে শো-য়ের আগে আমি বেশ নার্ভাস ছিলাম। ভাইব্রেন্ট এমব্রয়ডারিতে করা পোশাকটিতে ছিল হাতি বা ফুলের নকশা।

এ বছর সানির দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। একটি 'বেইমান লাভ' অন্যটি 'টিনা অ্যান্ড লোলো'। আগামী বছর শাহরুখ অভিনীত 'রইস' ছবির একটি গানে তাকে দেখা যাবে। এ ছাড়া বিশেষ চরিত্রেও অভিনয় করছেন সোনাক্ষী সিনহা অভিনীত 'নূর' এবং অজয় দেবগন ও ইমরান হাশমী অভিনীত 'বাদশাহো'তে।


মন্তব্য