kalerkantho


দীপিকাকে পছন্দ ব্রাভো'র

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৯দীপিকাকে পছন্দ ব্রাভো'র

ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো জানিয়েছেন বলিউডে তার প্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।  মুক্তিপ্রাপ্ত তুম বিন সিনেমার সিক্যুয়েল তুম বিন-টু  সিনেমার মাধ্যমে গায়ক হিসেবে বলিউডে অভিষেক হচ্ছে ব্রাভোর। সম্প্রতি ‘জিগার বোম্ব’ শিরোনামের এই গানটির শুটিং শুরু হয়েছে।

শুটিং স্পটে বলিউডের প্রিয় অভিনয়শিল্পীদের নাম জানতে চাইলে ব্রাভো সাংবাদিকদের বলেন, ‘শাহরুখ খান এবং সালমান খান আমার পছন্দের অভিনেতা। আমি তাদের সিনেমা দেখি এবং তাদের সফলতাকে শ্রদ্ধা করি। অভিনেত্রী হিসেবে আমি দীপিকাকে পছন্দ করি।’

‘চ্যাম্পিয়ন’ গানের মাধ্যমে গায়ক হিসেবে সাড়া জাগিয়েছন ব্রাভো। এ ছাড়া তার ‘চলো চলো’ গানটিও জনপ্রিয়তা পায়। এর আগে ‘দ্য কপিল শর্মা শো’ তে উপস্থিত হয়েও নিজের পছন্দের অভিনেত্রী হিসেবে দীপিকার নাম জানিয়েছিলেন ব্রাভো।


মন্তব্য