kalerkantho


'এই মুহূর্তে আমি ভীষণভাবে রিলেশনশিপে রয়েছি'

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪১'এই মুহূর্তে আমি ভীষণভাবে রিলেশনশিপে রয়েছি'

বলিউডে সাফল্য পাওয়ার পর এবার হলিউডেও নিজের সাম্রাজ্য তৈরি করতে শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ঝুলিতে 'কোয়ান্টিকো'র মতো টেলি সিরিজ তো আছেই, সঙ্গে নিজের টেরিটরি বাড়ানোর জন্য রয়েছে 'বেওয়াচ' এর মতো ছবিও।

পুরোদমে কাজ চলছে তার। কিন্তু পার্সোনাল লাইফ? আদৌ কি কোনো বয়ফ্রেন্ড রয়েছে এই সুন্দরীর? প্রেম করছেন নায়িকা? এ সব নিয়েই এবার মার্কিন মুলুকের এক ফ্যাশন ওয়েবসাইটের কাছে মুখ খুললেন তিনি।

প্রিয়াঙ্কার কথায়, এই মুহূর্তে আমি ভীষণভাবে রিলেশনশিপে রয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে এমন একটা জায়গায় রয়েছি যেটা বেশ জটিল। কারণ আমার কাছে নিজের রুট খুব জরুরি। নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত দিলেন কি প্রিয়াঙ্কা? সে সম্পর্ক কি হলিউডেই?

 


মন্তব্য