kalerkantho


প্রিয়াঙ্কার জন্য চিত্রনাট্যে পরিবর্তন গর্ডনের!‌

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৭প্রিয়াঙ্কার জন্য চিত্রনাট্যে পরিবর্তন গর্ডনের!‌

খলনায়ক হিসেবে বেওয়াচ সিনেমার পরিচালক সেথ গর্ডনের প্রথম পছন্দ ছিল একজন পুরুষ। তৈরি ছিল চিত্রনাট্য। কিন্তু পরে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জোরাজুরিতে নাকি বাধ্য হয়ে পরিবর্তন করেন গর্ডন। এমনকি বদলে যায় খলনায়কের নামও। ‘‌ভিক্টর’ থেকে নতুন নাম হয় ভিক্টোরিয়া।‌ এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই একথা জানালেন। তিনি সবসময় এই সিনেমাটির অংশ হতে চেয়েছিলেন, সেকারণেই নিজে থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাতে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন। জানিয়েছেন ‘‌পিগি চপস’‌। ‘‌কোয়ান্টিকো’‌ সিরিজের পর ‘‌বেওয়াচ’। বলিউডের পর হলিউডেও সাফল্য পেয়েছেন তিনি। কিন্তু তবুও খুশি নন প্রিয়াঙ্কা। জানিয়েছেন, ‘‌কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে এখনো অনেক সাফল্য অর্জন করা বাকি। না হলে নিজেকে অসম্পূর্ণ মনে হয়।’

সূত্র: আজকাল


মন্তব্য