kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


আবার বিয়ে করতে চান ক্যান্সারজয়ী মণীষা কৈরালা

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪৮আবার বিয়ে করতে চান ক্যান্সারজয়ী মণীষা কৈরালা

বলিউডের একসময়ের জনপ্রিয় তারকা অভিনেত্রী মণীষা কৈরালা। দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে।

কারণ তার দেহে বাসা বেঁধেছিল মারণরোগ ক্যান্সার। অসম্ভব মানসিক জোর না থাকলে এই রোগকে হারানো সহজ কথা নয়। এই কঠিনতম কাজটিই করে দেখালেন মণীষা। ক্যান্সারকে জয় করলেন তিনি।

সুস্থ হওয়ার পর বলিউডে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু তার আগে নিজের জীবনের নতুন ইনিংস শুরু করতে চান তিনি। মা হতে চান মণীষা। ২০১০ সালে নেপালের ব্যবসায়ী সম্রাট দহলের সঙ্গে বিয়ে হয় মনীষার। কিন্তু দুবছরের মাথায় বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাদের। এখন নতুনভাবে জীবন শুরু করতে দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন তিনি।

মনীষা কৈরালা বলেছেন, “পরিবারের সবার সঙ্গেই আমার খুব ভাল সম্পর্ক। কিন্তু তারা সবাই নেপালে থাকে। তাই ফাঁকা বাড়িতে ফিরে আমার খুব একা লাগে। আমি বাড়ি ফিরে কারও সঙ্গে সময় কাটাতে চাই। তাই আমি সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছি। ছোট থেকেই আমি একটা বাচ্চা অ্যাডপ্ট করতে চেয়েছি। ”

একইসঙ্গে তিনি দ্বিতীয়বার বিয়ে করারও ইচ্ছে প্রকাশ করেছেন। তার ভাষায়, “কে না চায় বিয়ে করতে? প্রথম দিকে একা থাকতে বেশ ভালই লাগে। কিন্তু তারপর অন্যরকম লাগে। আমার জীবনে যদি সত্যিই কেউ আসে তাহলে আমি ভেবে দেখব। ”


মন্তব্য