kalerkantho


করণের হাত ধরেই বলিউডে আসছেন শাহরুখপুত্র

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪৫



করণের হাত ধরেই বলিউডে আসছেন শাহরুখপুত্র

একে তো বলিউড বাদশাহ শাহরুখের ছেলে অন্যদিকে অমিতাভ বচ্চনের নাতনিসহ বিভিন্ন মেয়েদের সঙ্গে একের পর ছবি সোশাল সাইটে প্রকাশ করে অনেক দিন ধরেই তিনি আলোচনায়। কলেজপড়ুয়া আরিয়ান কবে বলিউডে আসবে সেটা নিয়েই এখন জল্পনা-কল্পনা।

তবে এবার বিষয়টি অনেকটাই পরিষ্কার হলো।

বলিউডের নামি পরিচালক করণ জোহর সম্প্রতি আরিয়ানের বলিউড আগমনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, "আর চার বছর বাকি আরিয়ানের কলেজ শেষ হতে। এর পর আরিয়ান যদি অভিনয়ে আসতে চায়। তাহলে আমার হাত ধরেই বলিউডে পা রাখবে ৷কারণ আমি আরিয়ানকে বড্ড ভালোবাসি। আর শাহরুখ আমার প্রিয় বন্ধু। "

একই সঙ্গে জোহর জানান, "আরিয়ানের ওপর অভিনেতা হওয়ার কোনো চাপ নেই। তবে অভিনয়ে এলে আমার ছবিতে প্রথম ওকে অভিনয় করতে হবে। '' বলিউডে নতুন নায়ক-নায়িকাদের অভিষেক ঘটানোর ব্যাপারে করণ জোহর সব সময়ই এগিয়ে।


মন্তব্য