kalerkantho


ফাঁস হলো 'সিক্রেট সুপারস্টার' এ আমির খানের লুক!

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৪৪ফাঁস হলো 'সিক্রেট সুপারস্টার' এ আমির খানের লুক!

ছবিতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে অমানুষিক পরিশ্রম আর অভিনয়ের প্রতি দায়বদ্ধতার জন্যই আমির খান বলিউডের মি. পারফেকশনিস্ট। 'গজনী' ছবিতে সিক্স প্যাকের মাচো চেহারা, সারা গায়ে ট্যাটু আর ন্যাড়া মাথায় একটা লম্বা কাটা দাগ। 'থ্রি ইডিয়টস' কলেজছাত্র, 'পিকে' ছবিতে এলিয়েন আর দঙ্গলে স্পোর্টসম্যান চরিত্রে তাই আমির ডিরেক্টরের পারফেক্ট চয়েজ।

বরাবরই ছবিতে নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন আমির। মুক্তির অপেক্ষায় থাকা 'দঙ্গল' এর পরবর্তী ছবি 'সিক্রেট সুপারস্টার' এ আমির ফের চমকে দিতে চলেছেন তার ভক্তদের। ছবিটিতে আমিরের নতুন লুক ফাঁস হয়ে গেল।

'সিক্রেট সুপারস্টার' এ আমির খান একজন সংগীত পরিচালক। কিন্তু সংগীত পরিচালকের এমন ঝাক্কাস লুকের কারণ কী! সেটা জানতে হলে অবশ্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে সকলকে।

দেখুন আমির খানের নিউ লুক :


মন্তব্য