kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


ঈদে ঢাকার কোন হলে কোন ছবি?

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৩৫ঈদে ঢাকার কোন হলে কোন ছবি?

দেখতে দেখতে এসে গেছে পবিত্র ঈদুল আজহা। ঈদে কোরবানির মহিমায় উদ্ভাসিত হওয়ার পাশাপাশি চলবে ননস্টপ বিনোদন।

ঈদ উপলক্ষে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। মানুষ ছুটছে শেকড়ের টানে। তারপরও অনেকেই থেকে যাচ্ছেন ঢাকায়। ইতিমধ্যেই জেনে গেছেন ঈদ উপলক্ষ দেশজুড়ে মুক্তি পাচ্ছে তিনটি ছবি : রক্ত, বসগিরি আর শুটার। ঈদে মূলত প্রতিযোগিতা হবে এই তিনটি ছবির মাঝে। জেনে নিন ঢাকার কোন কোন প্রেক্ষাগৃহে এই ছবিগুলো চলবে :

ঢাকার ৯টি প্রেক্ষাগৃহে চলবে পরীমনি অভিনীত বহুল আলোচিত ছবি 'রক্ত'। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা, চন্দ্রিমাতে চলবে ছবিটি।

শাকিব খানের বিপরীতে সংবাদ পাঠিকা শবনম বুবলি অভিনীত সিনেমা 'বসগিরি' মুক্তি পাচ্ছে যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্স, অভিসার, বিজিবি, সৈনিক ক্লাব সাভার সেনানিবাসসহ ১০টি প্রেক্ষাগৃহে।

রাজধানীতে সবচেয়ে বেশি হল পেয়েছে শবনম বুবলির ডেব্যু সিনেমা 'শুটার'। সুনান মুভিজের ব্যনারে ছবিটি মোট ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

যারা ঢাকার বাইরে আছেন তাদের মন খারাপ করার কিছু নেই। কারণ আলোচিত এই ছবিগুলো ঢাকার বাইরেও প্রচুর হলে প্রদর্শিত হবে।


মন্তব্য