kalerkantho


সুবর্ণা-সৌদের ‘প্রিয় প্রতিবেশী’

কালের কণ্ঠ অনলাইন   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৮সুবর্ণা-সৌদের ‘প্রিয় প্রতিবেশী’

গত বছর ‘অমীমাংসিত প্রেম’ নাটকে অভিনয় করার পর আবারও ছোট পর্দায় জুটিবদ্ধ হলেন বাস্তবের জুটি বিখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এবং তার জীবনসঙ্গী পরিচালক-অভিনেতা বদরুল আনাম সৌদ। আসন্ন ঈদুল আজহায় এই দম্পতি অভিনীত নাটকের নাম ‘প্রিয় প্রতিবেশী’।

মাসুম শাহরিয়ারের রচনা ও গোলাম মুক্তাদীরের পরিচালনায় ‘প্রিয় প্রতিবেশী’ নাটকটির শুটিং গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। জানা গেছে, উত্তরায় সুবর্ণা মুস্তাফা ও সৌদের বাড়িতেই শুটিং হচ্ছে। এতে আরো অভিনয় করছেন ওয়াহিদা মল্লিক জলি ও ইভানা। ঈদুল আজহার অনুষ্ঠানমালায় বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচার হবে।


মন্তব্য