kalerkantho


প্রথমবারের মতো আসছে পড়শীর লোকগান

কালের কণ্ঠ অনলাইন   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০০প্রথমবারের মতো আসছে পড়শীর লোকগান

এবার লোকগানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। 'মন ভুইলা' শিরোনামের এই গানে পড়শীর সাথে কণ্ঠ দিয়েছেন জুয়েল মোর্শেদ। গানের কথা লিখেছেন তানজিব সারোয়ার, সুরও করেছেন তিনি। গানের কথাগুলো এমন- মন ভুইলা, বন্ধু মন ভুইলা, আমার বাড়িতে বেড়াতে যাইও, পীরিতে বসিয়া দেইখো, মনেতে মন দিও।

পড়শী এ বিষয়ে কালের কণ্ঠকে বলেন, ''প্রথম যেকোনো জিনিসের প্রতি মানুষের অনেক এক্সাইটমেন্ট থাকে। প্রথম স্পর্শে যেমন লজ্জাবতী গাছ জেগে ওঠে, অনুভূতি তেমনটাই। এই লোক গানের বিষয় নিয়ে এক্সাইটমেন্ট কাজ করছে। কেন না নতুন একটা বিভাগে আমার প্রবেশ। সেটায় আমার সফলতা কতটুকু সেটা জানার আগ্রহ কাজ করছে। এখন শ্রোতাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।''

এই গানের মাধ্যমে পড়শী প্রথমবারের মতো কোনো লোকগানে কণ্ঠ দিলেন।  আগামী কোরবানি ঈদের দুই দিন আগে সিঙ্গেল ট্র্যাক হিসেবে সিডি চয়েসের ব্যানারে গানটিকে অবমুক্ত করা হবে। আর পড়শীর গাওয়া প্রথম লোকগানটি শুনতে পারবেন শুধু রবি ইয়ন্ডারে।


মন্তব্য