kalerkantho


সিলভেস্টার স্ট্যালনের মৃত্যুর গুজব!

কালের কণ্ঠ অনলাইন   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৩৮সিলভেস্টার স্ট্যালনের মৃত্যুর গুজব!

সিএনএন এর মতো গণমাধ্যমে যখন একজন অভিনেতার মৃত্যুসংবাদ প্রকাশিত হয় তখন সেটাকে গুজব হিসেবে নেওয়া কঠিন। হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালনের ভক্তরা স্বভাবতই ভেবেছিলেন যে তাদের প্রিয় অভিনেতা হয়ত সত্যি সত্যিই মারা গেছেন। কিন্তু পরে জানা গেলে সংবাদটি ভুয়া!

সিএনএন এর খবর প্রকাশের পর ভক্তদের হায় হায় রব স্ট্যালনের কানে গিয়ে পৌঁছে। খবরটি ভুয়া প্রমাণ করতে তাৎক্ষণিকভাবে সোশাল সাইট ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, 'মেয়ের সঙ্গে অসাধারণ এক নৈশভোজ।' এখন অবশ্য এটা নিয়ে হাসাহাসি শুরু হয়েছে সোশাল সাইটে।


মন্তব্য