kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০১৬। ২৩ অগ্রহায়ণ ১৪২৩। ৬ রবিউল আউয়াল ১৪৩৮।


শাহরুখ অভিনীত ২৫ বছর আগের শর্টফিল্ম ভাইরাল! (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৫৮শাহরুখ অভিনীত ২৫ বছর আগের শর্টফিল্ম ভাইরাল! (ভিডিওসহ)

২৫ বছর আগে একটি শর্টফিল্মে অভিনয় করেছিলেন শাহরুখ খান। এখন তিনি বলিউড বাদশাহ হলেও তখন এতটা বিখ্যাত ছিলেন না।

আর ইন্টারনেটে কোন জিনিস যে কখন ভাইরাল হয়ে ওঠে তা বোঝা কঠিন। তেমনটাই হলো কিং খানের শর্টফিল্মের বেলাতেও।

কিন্তু কীভাবে এই ফিল্মটি ইন্টারনেটে এল? জানা গেছে ১৯৯১ সালে কিং খান অভিনীত সেই শর্টফিল্ম ইন্টারনেটে আপলোড করেছেন কোনো এক ভক্ত। তারপর থেকেই তা ভাইরাল। শাহরুখ নিজে টিভি থেকেই নিজের অভিনয় জীবন শুরু করলেও তার নিজেরই হয়ত এই কাজটার কথা মনে নেই।

শর্ট ফিল্মটির নাম 'মহান কর্জ'। ভিডিওতে দেখা যাচ্ছে এর রাজার কাছে কাজের আশায় গিয়েছেন শাহরুখ। তিনি একজন খাজাঞ্চির ছেলে। শাহরুখ মুখ্য চরিত্রেই সেখানে অভিনয় করছেন। এই সিনেমাটি নির্দেশক ছিলেন দীনেশ লখনপাল এবং চিত্রগ্রাহক ছিলেন বিনোদ প্রধান।

SRKinMyBlood নাম দিয়ে ইউটিউবে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। শাহরুখ ভক্তরা এই ১৭ মিনিট দৈর্ঘ্যের শর্ট ফিল্ম দেখে নতুন করে বাদশার প্রেমে পড়বেন তাতে সন্দেহ নেই।

একঝলকে দেখে নিন এই শর্টফিল্মে শাহরুখের লুক :


মন্তব্য