kalerkantho


বিয়ের আগেই সিঁদুর রাঙ্গা শ্রাবন্তী

কালের কণ্ঠ অনলাইন   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১৭বিয়ের আগেই সিঁদুর রাঙ্গা শ্রাবন্তী

দ্বিতীয়বারের মত জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর প্রথম পর্ব সম্মন্ন করেছেন বেশ কিছুদিন হলো। সুপারমডেল কৃষ্ণানের সঙ্গে বাগদান বেশ ধুমধাম করেই সেরছেন টলিউড ডিভা শ্রাবন্তী। তখন জানিয়েছিলেন, পরের বছরটা বিয়েটা সেরে ফেলবেন তিনি। কিন্তু বিয়ের আগেই সিঁদুর রঙে রাঙা হয়ে উঠলেন শ্রাবন্তী।

হিন্দু ধর্ম অনুসারে বিয়ের সময় স্বামী স্ত্রীর সিঁথিতে সিঁদুর পড়িয়ে দেয়। কিন্তু শ্রাবন্তীর আর যেন তর সইলো না। সম্প্রতি তার বাড়িতে ছিল কালি পুজো। সেখানেই সকলের সঙ্গে এবং অবশ্যই বাগদত্তার সাথে  সিঁদুর খেলায় মাতেন নায়িকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রাবন্তীর দিদি। যে দেখতে রীতিমতো শ্রাবন্তীর অনুগামীদের ঢল নেমেছে সাইবার দুনিয়ায়। তবে ছবিতে শুধু নায়িকা নয়, সঙ্গে রয়েছেন কৃষ্ণান ও ছেলে ঝিনুক।

পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার কিছুদিন পর থেকেই টলিউডের আনাচে কানাচে শ্রাবন্তীর নতুন প্রেমিককে নিয়ে গুঞ্জন দেখা দিয়েছিল। তারপর সেই খবর ক্রমশ সত্যি বলে প্রমাণিত হয়। হয়ে যায় বাগদানও। কিন্তু এই সিঁদুর কান্ডের পর অনেকেই আবার শ্রাবন্তীর সমালোচনায় মুখর।


মন্তব্য