kalerkantho


এবার বামনদের ছবি বলিউডে

কালের কণ্ঠ অনলাইন   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১৬এবার বামনদের ছবি বলিউডে

গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক স্তরে সমাদৃত হওয়ার পর কি কৌশিক গাঙ্গুলির ছোটদের ছবি-র আধারে তৈরি হতে চলেছে  আনন্দ এল রাইয়ের বন্ধুয়া!

বামন চরিত্রে প্রথমবার বলিউড বাদশা। আনন্দ এল রাইয়ের নতুন ছবি বন্ধুয়া।  রনঝনা ও তনু ওয়েডস মনুর পরিচালকের এই ছবিতে নায়কের পাশাপাশি থাকছেন নায়িকাও। নায়িকা চরিত্রে পরিচালকের পছন্দের কঙ্গনা বাদ পড়ার পর এখন অভিনয় করবেন ক্যাটরিনা। ছবি জুড়ে তাঁদের পথ চলার গল্প। তবে দুজনেই ছবিতে বামন চরিত্রে।  বামন  অর্থাত্‍ সমাজে উপেক্ষিত,অবহেলিত। যাঁদের সমাজ সবর্দাই তাচ্ছিল্যের চোখে দেখে। যাঁরা সমাজের আই লেভেলেই পড়েন না। সমাজের এই দূরে সরিয়ে রাখার জন্য বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন এই বামনরা।


মন্তব্য