kalerkantho


স্বর্ণালী যুগের জুটি ফের একসাথে

কালের কণ্ঠ অনলাইন   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:২৯স্বর্ণালী যুগের জুটি ফের একসাথে

জাহিদ হাসানকে দেখা মিললেও দেখা মেলে না শমী কায়সারের। অথচ বিটিভির স্বর্ণালী যুগের দারুণ জুটি ছিলেন তারা। সেইসব দিন হারিয়ে গেছে কোথায়। তবে দীর্ঘ সময় পর তাদের এক হতে দেখা যাচ্ছে।

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে আরটিভির ঈদের বিশেষ অনুষ্ঠান ‘বন্ধু তবুও দুজনে’। এখানে দুই বন্ধু জাহিদ-শমী হাজির হবেন আমন্ত্রিত অতিথি হিসেবে। তারা কথা বলবেন দুজনের বন্ধুত্ব নিয়ে। ব্যক্তি ও তারকা জীবন নিয়ে।

অনুষ্ঠানের এক পর্যায়ে শমী বলবেন, তখন জাহিদ ভাইয়ের সাথে মৌ আপার প্রেম। তুমুল প্রেম। মৌ আপার সাথে একটু মান অভিমান হলে শুটিং ছেড়ে কথা বলতেন মোবাইলে। হয়তো মৌ আপার অভিমান ভাঙ্গলো, তো আবার শুটিং শুরু। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় তানিয়া হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন বিকেল ৫ টা ২০ মিনিটে আরটিভিতে।


মন্তব্য