kalerkantho


পারিশ্রমিক একহাজার কোটি টাকা!

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১৯পারিশ্রমিক একহাজার কোটি টাকা!

আবার জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে ড্যানিয়েল ক্র্যাগকে। আর সেই জন্য তিনি নাকি পারিশ্রমিক পাচ্ছেন, ১ হাজার কোটি টাকা।

২০০৬ সালে জেমস বন্ড ফ্রাঞ্চাইজিতে যোগ দেন ড্যানিয়েল। ক্যাসিনো রয়্যাল, কোয়ান্টাম অফ সোলেস, স্পাইফল ও স্পেকট্রা। এই চারটি ছবিতে বন্ডের চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু এখানেই থামতে চায় না প্রযোজকরা। 007-কে নিয়ে আরও ছবি আনার পরিকল্পনা আছে তাঁদের। আর সেখানে বন্ডের ভূমিকাতে ড্যানিয়েলকেই চান তাঁরা। তার জন্য ১ হাজার কোটি টাকা নাকি অফার করা হয়েছে ড্যানিয়েলকে। যদিও ড্যানিয়েল নিজে এখও কিছু জানানি। জেমস বন্ডের পরবর্তী গল্প কী হবে, জানা যায়নি তাও।

তবে এও শোনা যাচ্ছে ড্যানিয়েল যে চূড়ান্ত হবেন, এমন নয়। টম হিউগস, ক্রিস হ্যামসওয়ার্থ ও টম হিডেলস্টনও আছেন প্রতিযোগতায়। এখন স্টিভেন স্পিলবার্গের লোগান লাকি শুটিং করছেন ড্যানিয়েল ক্রেগ।


মন্তব্য