kalerkantho


আবারও কুস্তির রিং-এ সালমান খান

কালের কণ্ঠ অনলাইন   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫৮আবারও কুস্তির রিং-এ সালমান খান

আবারও কুস্তির রিং-এ সালমান খান। তবে কোনও সিনেমার জন্য অবশ্য নয়। বিগ বসের জন্যই আবার রিং-এ দেখা গেল তাঁকে। প্রকাশ পেল বিস বস ১০-এর নতুন প্রোমো।

বিগ বসের এই সিজনের প্রথম প্রোমোতে মহাকাশচারীর ভূমিকায় দেখা গিয়েছিল সালমানকে। পরবর্তী প্রোমোতে ইন্ডিয়ানা জোন্সের ভূমিকায় দেখা যায় তাঁকে। আর এবার কুস্তির রিংয়ের মধ্যে। এই প্রোমোতে একজন কুস্তিগিরের সঙ্গে কথা বলতে দেখা যাবে তাঁকে। কুস্তিগির সালমানকে তাঁর ভাইয়ের অডিশন দেওয়ার ব্যপারে কথা বলছিলেন।

আগেই জানা গিয়েছিল, বিগ বসের এই সিজনে দেখা যাবে না কোনও সেলেব্রিটিকেই। দেখা যাবে সাধারণ মানুষকে। গত সিজনের টিআরপি কম থাকার জন্যই কিছু নতুন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে বিগ বসের ঘরে দেখা যাবে কুস্তিগির, কাগজ বিক্রেতা, সবজি বিক্রেতার মতো সাধারণ মানুষকে। তবে এও শোনা যাচ্ছে, সেলেব্রিটিরাও নাকি থাকতে পারেন। কিন্তু, কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।   

বিগ বসের পাশাপাশি আপকামিং ছবি টিউবলাইটের শুটিংয়ের জন্য ব্যস্ত আছেন সালমান। ছবিতে একজন আর্মি অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়া ছবিতে সলমানের সঙ্গে অভিনয় করবেন চিনা অভিনেত্রী ঝু ঝু। ছবিটি পরিচালনা করবেন কবীর খান। এক থা টাইগার আর বজরঙ্গি ভাইজানের পর কবীর-সলমান জুটির এটি তৃতীয় ছবি। ছবিটি রিলিজ করবে পরের বছর।

 


মন্তব্য