kalerkantho


মদ্যপানের বাজে অভ্যাস রয়েছে আমার : রণবীর

কালের কণ্ঠ অনলাইন   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৩৩মদ্যপানের বাজে অভ্যাস রয়েছে আমার : রণবীর

অকপট স্বীকারোক্তি রণবীর কাপুরের। সম্প্রতি তিনি একটি সাক্ষাত্কারে ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন। এবার তিনি মুখ খুললেন ব্যক্তিগত জীবন নিয়ে।

একটি সাক্ষাত্কারে রণবীর কাপুর অকপটে স্বীকার করে নিয়েছেন তাঁর মদ্যপানের সমস্যা রয়েছে। তিনি জানিয়েছেন, 'আমরা পরিবারে মদ্যপানের সমস্যা আমি ছোট থেকেই দেখে আসছি। তার জন্যে অনেক সমস্যাও তৈরি হয়েছে বিভিন্ন সময়ে। আমি নিজেও মদে আসক্ত।' নিজের আসক্তির কথা বললেও, রণবীর স্পষ্ট করে জানিয়ে দেন কাজের সময়ে অথবা শ্যুটিংয়ের সময়ে তিনি মদ্যপান করেন না। তবে এমনি সময়ে তিনি প্রায় সব সময়েই মদ্যপান করে থাকেন। যদিও তাঁর পছন্দের পানীয় ঠাণ্ডা ড্রট বিয়ার, তবে যে কোনও সুরাতেই তাঁর সায় রয়েছে।  ক্যারিয়ারের এমন বাঁকে এসে এমন অকপট স্বীকারোক্তি করার সাহস বোধহয় সবাই দেখাতে পারেন না। এইসময়


মন্তব্য