kalerkantho


প্রাক্তন প্রেমিকাকে দেখে হা করে তাকিয়ে রইলেন সালমান!

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩৬প্রাক্তন প্রেমিকাকে দেখে হা করে তাকিয়ে রইলেন সালমান!

হোক না অন্যের বউ; প্রাক্তন প্রেমিকা বলে কথা। তিনি নিজে বলিউডের মোস্ট এলিজিবল ব্যচেলর। তাই প্রাক্তন প্রেমিকাকে দেখে হা করে তাকিয়ে রইলেন সালমান। প্রাক্তন প্রেমিকাটি বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চন। একটু কি আফসোস হচ্ছিল সালমানের?

ঘটনা হলো, সম্প্রতি করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজার দেখেছন সালমান। সেখানে নাকি ভাইজানের সমস্ত অ্যাটেনশন গিয়ে পড়েছিল সুন্দরের প্রতিশব্দ ঐশ্বরিয়ার উপর। টিজার দেখার পর সালমান একটাই কথা বলেছেন, ‘অসাধারণ’। এ ছাড়াও প্রাক্তন প্রেমিকার বর্তমান সৌন্দর্যেরও ভূয়সী প্রশংসা করেছেন ‘সুলতান’।

তবে এই ছবির টিজার মুক্তির সঙ্গে সঙ্গে ছবিতে অ্যাশের লুক ছাড়াও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ঐশ্বর্য-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য। সে প্রসঙ্গে অবশ্য সালমান এখনও কোনও মন্তব্য করেননি।

শোনা যাচ্ছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে শাহরুখ খানের। তিনি নাকি এ ছবিতে ঐশ্বর্যর স্বামী। ছবিতে শাহরুখের মৃত্যুর পরই নাকি রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন ঐশ্বর্য।


মন্তব্য