kalerkantho


জয় ও নাউমিকে নিয়ে নিলয়ের যা ইচ্ছে তোমার

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৮জয় ও নাউমিকে নিয়ে নিলয়ের যা ইচ্ছে তোমার

আসন্ন ঈদে 'আজব রেকর্ডস' এর ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে ইপি অ্যালবাম 'যা ইচ্ছে তোমার'। নাবিদ সালেহিন নিলয় এর কথা, সুর ও সংগীতে তিন গানের এই অ্যালবামে গান গেয়েছেন জয় শাহরিয়ার, সন্ধি ও নাউমি। গানগুলো হচ্ছে ডায়েরি (জয়), যা ইচ্ছে তোমার (নাউমি) ও উড়ো চিঠি (সন্ধি)।

এই প্রসঙ্গে নাবিদ সালেহীন নিলয় বলেন, "আমার ব্যান্ড এর বাইরে নিজের লেখা সুরে এটাই আমার প্রথম অ্যালবাম। আশা করি শ্রোতাদের বেশ ভালো লাগবে। তাদের অনুপ্রেরণা আমাকে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।"

সংগীতশিল্পী সন্ধি বলেন, "নতুনদের সাথে কাজ করতে আমার সব সময় ভালো লাগে। নিলয়ের কাজ আমার বেশ ভালো লেগেছে, তাই ওর সাথে কাজ করা। আশা করি সবাই ওর কাজ ভালো ভাবেই গ্রহণ করবে।"

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গানগুলো জিপি মিউজিকে এক্সক্লুসিভলি শোনা যাবে। তা ছাড়া ইউটিউব, আইটিউনস সহ অন্যান্য প্লাটফর্মে ঈদ এর আগেই পাওয়া যাবে অ্যালবামটি।


মন্তব্য