kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


শাফিন আহমেদের নজরুল সংগীতের অ্যালবাম

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৩শাফিন আহমেদের নজরুল সংগীতের অ্যালবাম

নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের দ্বিতীয় মৃত্যবার্ষিকী স্মরণে তাঁর ছেলে শাফিন আহমেদের কণ্ঠে নজরুল সংগীতের অডিও অ্যালবাম 'মনে পড়ে আজ' প্রকাশ হয়েছে। এটি বাজারে এনেছে ইমপ্রেস অডিও ভিশন লি.।

মায়ের প্রতি শ্রদ্ধা ও তাঁর গাওয়া গানগুলো থেকে বাছাই করা ৭টি নজরুল সংগীত নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর সবগুলো গানেরই সুর করেছেন শাফিন আহমেদেরে পিতা উপমহাদেশের প্রখ্যাত সুরসম্রাট কমল দাশগুপ্ত। অ্যালবামের গানগুলো হলো 'কতযুগ দেখিনি তোমারে', 'মনে পড়ে আজ', 'তুমি হাত খানি যবে রাখো মোর হাতের পরে', 'আমি চাঁদ নহি', 'তোমারই আখিঁর মতো আকাশের দুটি তারা', 'গভীর নিশিথে ঘুম ভেঙ্গে যায়' ও 'প্রভাত বিনা তব বাজে'।

শাফিন আহমেদ অ্যালবামটি নিয়ে বলেন, "এই অ্যালবাম আমার ক্যারিয়ারে বিশেষ সংযোজন। বাবার সুর করা আর মায়ের কণ্ঠে ধারণ করা নজরুল সংগীতগুলো আমার ভীষণ প্রিয়। তবে গানগুলো আমি গেয়েছি আমার বাবা ও মাকে শ্রদ্ধা জানাতেই। আশা করছি নতুন সংগীতায়োজনে গানগুলো ভালো লাগবে শ্রোতাদের। '' অডিও সিডি ছাড়াও জিপি মিউজিক থেকে সংগ্রহ করা যাবে অ্যালবামটি।


মন্তব্য