kalerkantho


'আয়নাবাজি'র ওয়ার্ল্ড প্রিমিয়ার আরটিভিতে

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২৯'আয়নাবাজি'র ওয়ার্ল্ড প্রিমিয়ার আরটিভিতে

মুক্তির দিনক্ষণ ঠিক না হলেও এ বছরই মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার চলচ্চিত্র 'আয়নাবাজি'। মুক্তির আগেই ঠিক হয়ে গেল বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। এ বিষয়ে আরটিভির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে।

গাওসুল আলম শাওনের মূল ভাবনা এবং অনম বিশ্বাসের সঙ্গে যৌথ চিত্রনাট্যের ছবি 'আয়নাবাজি' তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওন প্রমুখ। গত মে মাসে ছবিটি ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিল।


মন্তব্য