kalerkantho


মদই ভোগাচ্ছে, স্বীকার রণবীরের

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:২০মদই ভোগাচ্ছে, স্বীকার রণবীরের

ক্যাটরিনার সঙ্গে ঝামেলা নিয়ে আগেই মুখ খুলেছেন। এবার রণবীর কাপুর মুখ খুললেন নিজের মদ খাওয়ার অভ্যাস নিয়ে। স্বীকার করলেন, মদটা একটু বেশিই খান। এর পরিণতি কতটা খারাপ হতে পারে, নিজের পরিবারে দেখেছেন। তবু ছাড়তে পারছেন না। শুটিং বা কাজের সময় খান না। কিন্তু ফাঁকা থাকলে মদ খাওয়া থামাতে পারেন না। তাঁর পছন্দ ঠান্ডা বিয়ার। তবে সব ধরনের অ্যালকোহলই চলে। কাপুর পরিবারে অবশ্য এই অভ্যাস কমবেশি সব পুরুষেরই। এজন্য দাম্পত্য জীবনে অশান্তিও কম হয়নি ঋষি, রণধীর কাপুরদের। তবে রণবীরের মতো এত স্পষ্টভাবে কেউ সেই সমস্যা নিয়ে মুখ খোলেননি। আরও একটা জিনিস রণবীরের দারুণ পছন্দ। কুমিরের মাংস। এখন আর কোনো মাংসই নাকি মুখে রুচি হয় না!‌ সূত্র: আজকাল


মন্তব্য