kalerkantho


‘বসগিরি’-তে শাকিব-বুবলির ফার্স্ট লুক (ভিডিও সহ)

কালের কণ্ঠ অনলাইন   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১৪‘বসগিরি’-তে শাকিব-বুবলির ফার্স্ট লুক (ভিডিও সহ)

রিলিজ হলো ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়া নবাগতা বুবলি অভিনীত ‘বসগিরি’ মুভিটির ফার্স্ট লুক। আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির অফিসিয়াল ফার্স্ট লুক ইউটিউবে প্রকাশিত হয় গতকাল শুক্রবার রাতে।

 ১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে এক ঝলকে দেখে নিতে পারবেন পুরো মুভিটিতে কেমন রুপে দেখা যাবে ‘বসগিরি’র অভিনয়শিল্পীদের। ফার্স্ট লুকে শাকিব-বুবলির রোমান্স আর অ্যাকশন দৃশ্যে বেশ জমজমাট আবহের সৃষ্টি হয়েছে। বাকীটুকু এখন পর্দায় দেখার পালা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।

দেখে নিন ভিডিওটি :


মন্তব্য