kalerkantho


স্টার জলসার নতুন সিরিয়াল ‘মেমবউ’

কালের কণ্ঠ অনলাইন   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:২০স্টার জলসার নতুন সিরিয়াল ‘মেমবউ’

নতুন বোতলে পুরনো ওয়াইনের মতো কলকাতার টেলিভিশন চ্যানেল স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল মেমবউ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, 'বাঙালি ছেলের বিদেশি বউ'। এর আগে 'বিদেশিনী বধূ' বা 'পাশের বাড়ির মেয়ে' ইত্যাদির মতো এটাও গতানুগতিক এক ধারাবাহিক।

জানা গেছে, সিরিয়ালটিতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন সৌরভ। বিদেশিনী বধূর সঙ্গে বাঙালি ছেলের প্রেম-রোমান্স আর পারিবারিক কূটনামী সবই থাকছে এই সিরিয়ালে। এরপরও কলকাতার মিডিয়া বলছে, ধারাবাহিকটির গল্প নাকি হবে মূল আকর্ষণ। ইতিমধ্যেই 'স্টার জলসা'র ফেসবুক পেইজে ধারাবাহিকটির প্রোমো রিলিজ করা হয়েছে।

দেখে নিন সেই প্রোমো :


মন্তব্য