kalerkantho


এখন কেমন দেখতে ‘কহো না প্যায়ার হ্যায়’-এর ছোট্ট অমিত?

কালের কণ্ঠ অনলাইন   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৭এখন কেমন দেখতে ‘কহো না প্যায়ার হ্যায়’-এর ছোট্ট অমিত?

হার্টথ্রুব হৃত্বিক রোশন আর আমিশা প্যাটেল অভিনীত সুপারহিট ছবি 'কহো না প্যায়ার হ্যায়' তে আরও একটি চরিত্র দর্শকদের মন কেড়ে নিয়েছিল। শিশুশিল্পী অভিষেক শর্মা। ছবিতে তার নাম ছিল অমিত। মা মরা ছোট ভাই অমিতকে মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করছে হৃত্বিক রোশন ওরফে রোহিত।

২০০০ সালে মুক্তি পাওয়া এই সুপারহিট সিনেমাটি এখনও দর্শকদের মনে দোলা দিয়ে যায়। ছবিতে অল্প কিছু দৃশ্যে তাকে দেখা গেলেও একটি গুরুত্বপুর্ণ ভূমিকায় অভিনয় করেছিল অভিষেক। আর ‌তার ওই অভিনয় দক্ষতার জন্য আজও তাকে মনে রেখেছেন বহু দর্শক। কারণ ছবির শেষে তার সূত্র ধরেই খুনি কে, তা জানা গিয়েছিল।

সেদিনের সেই শিশুশিল্পী এখন বড় হয়ে গেছে। ইদানীং তাকে বেশকিছু টিভি শো তেও দেখা গেছে। অচিরেই নায়ক হিসেবে তার বলিউডযাত্রা শুরু হবে বলে খবরে প্রকাশ।


মন্তব্য