kalerkantho


আনুশকার শুটিং স্পটে হাজির কোহলি; ছবি ফাঁস!

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩৬আনুশকার শুটিং স্পটে হাজির কোহলি; ছবি ফাঁস!

বলা হচ্ছে এটা তাদের সম্পর্কের দ্বিতীয় ইনিংস। ভেঙ্গে যাওয়ার পর অবিশ্বাস্যভাবে আবারও জোড়া লেগেছে কোহলি-আনুশকার প্রেম। তাই দ্বিতীয় ইনিংসটা চুটিয়েই উপভোগ করছেন ভারতের দুই জগতের এই দুই সুপারস্টার। বর্তমানে আনুশকা তার নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রাগে। আর তাই প্রেমিকাকে সারপ্রাইজ দিতে রীতিমতো প্রাগে গিয়ে শুটিং ফ্লোরে হাজির কোহলি।

কিন্তু এমন তথ্য ফাঁস হল কী করে? কোহলির এক ভক্ত সম্প্রতি নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের প্রিয় তারকার সঙ্গে একটি ছবি আপলোড করেছেন। ইনস্টাগ্রামের সেই ছবিতে তিনি ক্যাপশন লিখেছেন, “নতুন মাস্টার ব্লাস্টারের সঙ্গে, ধন্যবাদ আনুশকা শর্মা এই সুন্দর মুহূর্তটি ফ্রেমবন্দী করার জন্য।”

প্রসঙ্গত, আনুশকা শর্মা এবং শাহরুখ খান বর্তমানে চেক রিপাবলিকে ইমতিয়াজ আলির নতুন ছবির শুটিং করছেন। আর সেখানেই কোহলিরর উপস্থিতি যেন আনুশকার কাজের ফাঁকে প্রেম করার ইচ্ছাকে উসকে দিল বেশ খানিকটা। জানা গেছে কোহলির ভক্ত নাকি আনুশকার সঙ্গেও ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু আনুশকা সেই প্রস্তাবে রাজি হননি।


মন্তব্য