kalerkantho


সালমান খান বিয়ে করছেন ১৮ নভেম্বর!

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩২সালমান খান বিয়ে করছেন ১৮ নভেম্বর!

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৮ নভেম্বর তার বাবা-মার ৫২তম বিবাহবার্ষিকী। ওই দিনই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ভাইজান। এমনই খবর মুম্বাইয়ের একটি গসিপ ম্যাগাজিনের।

বলিউডে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চা হয় সালমান খানের বিয়ে নিয়ে। কবে বিয়ে করছেন তিনি এটা জানার আগ্রহ সবার মধ্যে। কিছুদিন আগে খবর বেরিয়েছিল রোমানিয়ান মডেল লুলিয়াকে গোপনে বিয়ে করেছেন সালমান। তারপর ভাবা হয়েছিল এখন থেকে আর সালমান খানের বিয়ে নিয়ে আর আলোচনা হবে না।
সালমান খান ও লুলিয়া কিন্তু সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এরপরই আবারও শুরু হয় সালমানের বিয়ের দিন নিয়ে আলোচনা।

সম্প্রতি হলিউড তারকা 'উইল স্মিথ'-এর জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন বলিউডের সুলতানখ্যাত সালমান। সেই পার্টিতেই ঘনিষ্ঠজনদের সামনে তিনি নাকি জানিয়েছেন, বান্ধবী লুলিয়াকেই বিয়ে করবেন তিনি। আর বিয়ে হবে ১৮ নভেম্বর। তার বাবা-মার বিবাহবার্ষিকীর দিনে।

গসিপ ম্যাগাজিনের দাবি, নভেম্বরে লুলিয়ার ভিসার মেয়াদ শেষ হবে। তার পরে লুলিয়াকে তার দেশে ফিরে যেতে হবে। ভিসার জন্য পুনরায় আবেদন করলেও আবার ভারতে ফিরতে কমপক্ষে তিনমাস সময় লাগবে লুলিয়ার। তাই হঠাৎ বিয়ের এত তাড়া।


মন্তব্য