kalerkantho


অভিনয়ে নামছেন মিঠুনের মেয়ে দিশানি

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৮অভিনয়ে নামছেন মিঠুনের মেয়ে দিশানি

বলিউডে প্রবেশ করতে চলেছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তী। ইন্সটাগ্রামের দৌলতে তিনি অবশ্য এখন অচেনা নন। বলিউডের মোস্ট স্টাইলিশ স্টার কিডসের তালিকায় তিনিও একজন।
বলিউড স্টারদের ছেলেমেয়েদের সিনেমায় আসাটাই ট্রেন্ড। মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এর আগে তার ছেলে মিমো সিনেমায় এসেছেন। কয়েকটি ছবিও করেছেন তিনি। কিন্তু বক্স অফিসে সেগুলো তেমন সাড়া পায়নি।

তবে দিশানি কোন ছবি দিয়ে বলিউডে প্রবেশ করবেন, তা এখনও জানা যায়নি। মিঠুন বা দিশানিও কিছু বলেননি।


মন্তব্য