kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


‘‌বাবা’‌ হবেন না আমির খান

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০১:০৭‘‌বাবা’‌ হবেন না আমির খান

বাবা হতে চান না আমির খান!‌ জানিয়ে দিয়েছেন সঞ্জয় দত্তের বায়োপিকে তাঁর বাবা প্রয়াত সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করবেন না তিনি। কানাঘুষো খবর সিনেমায় সুনীল দত্তের চরিত্রটি প্রথমে আমিরের পছন্দ হয়ে যায়। এমনকি অভিনয় করতেও রাজি হয়ে যান ‘‌মিঃ পারফেকশনিস্ট’‌। কিন্তু পরে নিজেই না করে দেন। ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। শোনা যাচ্ছে কারিনা কাপুর খানও থাকবেন। তিনি অভিনয় করবেন সঞ্জয়ের বোন প্রিয়া দত্তের ভূমিকায়।   এছাড়া সোনম কাপুরের নামও শোনা যাচ্ছে। তবে রণবীর বাদে বাকিদের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।   চলতি বছরের অক্টোবরে শ্যুটিং শুরু হওয়ার কথা থাকলেও, সেটি পিছিয়ে আগামী বছর করা হয়েছে।

সূত্র: আজকাল


মন্তব্য