kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


এটাই কি সর্বকালের সেরা বেলি ড্যান্স? (দেখুন ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০৫এটাই কি সর্বকালের সেরা বেলি ড্যান্স? (দেখুন ভিডিও)

এটাই কি সর্বকালের সেরা বেলি ড্যান্স? বিশ্বে এরকম বেলি ড্যান্স নাকি এর আগে কেউ কখনো করেনি! ইন্টারনেটে এই বেলি ড্যান্সের ভিডিও শেয়ার হতেই কার্যত ‘বিস্ফোরণ’। এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন কমপক্ষে ১ কোটি ৭০ লাখ মানুষ।

তরুণী শিল্পীর নাম নাটালি হে। মধ্য প্রাচ্যের এই ড্যান্সার ইতিমধ্যেই নেট দুনিয়ায় সেনসেশন। বাহবা কুড়িয়েছে তাঁর এক-একটা মুভ। নাটালির বডি ফ্লেক্সিবিলিটি দেখলে তাক লেগে যায়।

সূত্র: জিনিউজ


মন্তব্য