kalerkantho


ফের সালমানের বিয়ের খবর

কালের কণ্ঠ অনলাইন   

১ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৩৬ফের সালমানের বিয়ের খবর

সালমানের বিয়ের আর দেরি নেই। নভেম্বরেই নাকি মোস্ট এলিজেবল ব্যাচেলারের তকমা খোয়াতে চলেছেন তিনি। দিনটাও চূড়ান্ত হয়ে গেছে। বাবা সেলিম ও মা সালমার ৫২তম বিবাহবার্ষিকীতেই নাকি বিয়ে করতে চলেছেন সলমান। দিনটা ১৮ নভেম্বর। পাত্রী, লুলিয়া ভান্তুর। তবে সালমান কিন্তু এসম্পর্কে কিছু জানাননি।

এই নভেম্বরেই শেষ হতে চলেছে লুলিয়ার ভিসা। যদি তিনি আবার আবেদন করেন, তা হলেও তিন মাসের আগে ভিসা পাবেন না। তাই তিনি রোমানিয়ায় ফেরার আগেই বিয়ের অনুষ্ঠান হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। তবে বিয়ে নাকি এখনই ধুমধাম করে হবে না। ১৫ থেকে ২০ জন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে নিকাহ করবেন তাঁরা।

রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুর আর সলমান খানের সম্পর্কের খবর নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। সম্প্রতি তাঁরা আরও ঘনিষ্ঠ হয়েছেন। সুলতান ও টিউবলাইটের সেটে সলমানের সঙ্গে গেছেন ইউলিয়া। একসঙ্গে তাঁরা পার্টিতেও যাচ্ছেন। সালমানের মা সালমার সঙ্গেও দেখা গেছে ইউলিয়াকে।

 


মন্তব্য