kalerkantho


মাইকেল জ্যাকসনের মেয়ে এখন যেমন

কালের কণ্ঠ অনলাইন   

১ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৫৬মাইকেল জ্যাকসনের মেয়ে এখন যেমন

বাবা বিশ্বখ্যাত পপ তারকা। অন্য দিকে কন্ট্রোভার্সি সম্রাটও বলা যায় তাঁকে। ছোটবেলা থেকেই তাই লাইম লাইটের আলোয় বড় হয়ে ওঠা। তিনি মাইকেল জ্যাকসনের একমাত্র মেয়ে প্যারিস মাইকেল ক্যাথরিন জ্যাকসন। তবে তিনি আর এখন বাবার কোলের ছোটটি নন, অষ্টাদশী যুবতী। এখন কেমন দেখতে প্যারিস? ছোটবেলায় যখন বাবার সঙ্গে প্রকাশ্যে আসতেন, তখন সবসময়ই প্যারিসের মুখ মাস্কে ঢাকা থাকত।

২০১৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ঘুমের ওষুধ খেয়ে এবং হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্যারিস। যদিও সে যাত্রা তিনি বেঁচে
যান। বাবার মৃত্যুর পর গভীর অবসাদে ভুগতেন প্যারিস। অবসাদ থেকেই এমন কাজ করেছিলেন বলে শোনা যায়। ক্যালিফোর্নিয়ার ব্রুকলি স্কুলে পড়াশুনা করেছেন প্যারিস জ্যাকসন। বাবার মৃত্যুর পর থেকেই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেন তিনি। সেই সময় বাবা মাইকেল জ্যাকসনের উপর বেশ কিছু টিভি শো-তেও অংশ নেন। ২০১৫-র প্রথম দিকে চেস্টার ক্যাস্টলের সঙ্গে ডেটিং শুরু করেন প্যারিস। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্তমানে স্ট্রিট ড্রামার মাইকেল স্নুডির সঙ্গে ডেট করছেন প্যারিস।


মন্তব্য