kalerkantho


মাত্র ১৫ বছরের সালমানের বিজ্ঞাপনের ভিডিও

কালের কণ্ঠ অনলাইন   

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩৩মাত্র ১৫ বছরের সালমানের বিজ্ঞাপনের ভিডিও

১৫ বছর বয়সে প্রথম বিজ্ঞাপনে কাজ করেন সালমান খান। টাইগার শ্রফের মা আয়েশার সঙ্গে। সেই সময় একজন নামী মডেল ছিলেন তিনি। মঙ্গলবার ২৫ বছর পূর্ণ হয়েছে সালমান অভিনীত ছবি সাজন। ছবিতে লম্বা চুল রেখেছিলেন তিনি। তখন বেশ জনপ্রিয়তা পেয়েছিল সালমানের লম্বা চুলের লুকটি। ২৫ বছর পূর্ণ হওয়ার ফলে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সলমানের প্রথম বিজ্ঞাপনের ভিডিওটি।

ক্যাম্পা কোলা (Campa Cola)  নামে একটি সফট ড্রিঙ্কের বিজ্ঞাপনে কাজ করেছিলেন সলমান। সাজন ছবির লুকের মতোই বড় চুল রেখেছিলেন তিনি। গায়ে ছিল স্লিভলেস সাদা টি-শার্ট। বিজ্ঞাপনের মধ্যে সালমান ও আয়েষা ছাড়া আরও অনেক অভিনেতা-অভিনেত্রীকে দেখা গেছে।

এরপর অবশ্য বিভিন্ন কোলা ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করেছেন সালমান। এখনও একটি কোলা ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করেন তিনি। তবে বাজার থেকে হারিয়েই গেছে ক্যাম্পা কোলা।

এখন আপকামিং ছবি টিউবলাইটের শুটিংয়ের জন্য ব্যস্ত আছেন সলমান। ভারত-চিন যুদ্ধের পটভূমিকায় তৈরি হচ্ছে টিউবলাইট। সালমান এখানে এক আর্মিম্যানের চরিত্রে অভিনয় করছেন। ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন একজন চিনা অভিনেত্রী ঝু ঝু।


মন্তব্য